ভারতের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী শশী ঠারুরের স্ত্রী সুনন্দা পুস্কর আর নেই। দিল্লির একটি পাঁচ-তারকা হোটেলের কক্ষ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পাকিস্তানি এক নারী সাংবাদিক মেহের তাহরারের প্রেমে পড়েছেন শশী ঠারুর- এমন প্রতিবেদনের ভারতীয় গণমাধ্যমে তোলপাড় হওয়ার পরই সুনন্দার মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শশী ঠারুর নিজে পুলিশকে ফোন করে স্ত্রীর মৃত্যুর খবর জানান। বুকে ভীষণ ব্যথা অনুভূত হওয়ায় ঠারুরকে সকালে হাসপাতালে ভর্তি করা হয় ও তার শারীরিক অবস্থা...

